ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানীসহ সারাদেশে। বুধবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির মাত্রা বেড়ে যায় বৃহস্পতিবার সকালে। ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবেই এই বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে কাল শুক্রবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে।
আর দুয়েকদিন পরই শীত নামার আভাস দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। বৃষ্টির কারণে সকাল থেকেই ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীসহ খেটে খাওয়া এবং কর্মজীবী মানুষ। তবে এই বৃষ্টি কারো কারো কাছে উপভোগ্যও।
আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান জানিয়েছেন, শুক্রবার দুপুরের পর থেকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হতে পারে।
ডিসেম্বরের শেষ দিকে হালকা থেকে মৃদু শৈত্যপ্রবাহ নামার আভাসও দিয়েছেন তিনি।