মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি
“হিন্দু -মুসলিম ভাই ভাই, লুটেরা ও মন্দির ধ্বংসকারীদের বিচার চাই” সংখ্যালঘুদের নিরাপত্তা চাই এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দাকোপ উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১০ ই আগষ্ট শনিবার বিকালে দাকোপ উপজেলা সদর ডাকবাংলো মোড়ে এ্যাড,মহানন্দ সরকারের সভাপতিত্বে ও এ্যাড সুভদ্রা সরকার (শুভ) এর পরিচালনায় এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।,এতে বক্তৃতা করেন জাহাঙ্গীর মোল্লা, সাংবাদিক মোঃ মোজাফফর হোসেন, মান্নান খান,সাংবাদিক মামুনুর রশীদ,।
এ সময় উপস্থিত ছিলেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, সাংবাদিক বিধান চন্দ্র ঘোষ, নিকুঞ্জ রায়, মো:কামরুল হোসেন শেখ, বীরমুক্তিযোদ্দ্ধা মনোজ কান্তিরায়, সাবেক কাউন্সিলর অসিত সাহা,আমল গোলদার শিক্ষক চিত্তরঞ্জন রায় সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ও সুশীল সমাজের সুধীজন।