তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

শেয়ার

রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দিলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ দাবি করেছেন।

ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার পর এবার তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে এ তথ্য দেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে দেশটির প্রেসিডেন্ট সাওলি নিনিস্তোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, “যুদ্ধ চলার মধ্যে কোনো দেশ ন্যাটো জোটে যোগ দিতে পারে না।

কারণ এমনটি করা হলে এটা নিশ্চিত হবে যে আমরাও এ যুদ্ধের মধ্যে সম্পৃক্ত আছি। তখন আমরা তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ব।”পুতিন ইতিমধ্যেই ইউক্রেন যুদ্ধে হেরে গেছেন : জো বাইডেন | শিরোনাম | বাংলাদেশ  সংবাদ সংস্থা (বাসস)মার্কিন প্রেসিডেন্ট বলেন, ন্যাটো জোটে ইউক্রেনের সম্ভাব্য প্রবেশের বিষয়টি এমন নয় যে তারা এই জোটে যোগ দিতে পারবে কিনা, বরং বিষয়টি এমন যে তারা কবে এতে যোগ দেবে।

ন্যাটো সনদের আর্টিকেল ফাইভে বলা হয়েছে, জোটভুক্ত কোনো দেশ যদি কোনো দেশের মাধ্যমে আক্রান্ত হয়, তাহলে বাকি সব দেশ সম্মিলিতভাবে শত্রু দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। সে অনুযায়ী ইউক্রেন যদি এখন ন্যাটো জোটে যোগ দেয়, তাহলে আক্রান্ত দেশ হিসেবে জোটের অন্য সব দেশের দায়িত্ব হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা।

এমন প্রেক্ষাপটে যুদ্ধ মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে পারে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কা রয়েছে। এ বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন বারবার বলে আসছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার কোনো ইচ্ছা তার দেশের নেই।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.