এ বছরই দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ পুরুষ দল। সে দেশে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জেতা নিগার সুলতানারা প্রথম ওয়ানডে সিরিজ জয়েরও স্বপ্নে বিভোর। কিন্তু পারেননি মেয়েরা।
তৃতীয় ওয়ানডেতে হেরে সিরিজ জয়ের স্বপ্ন ভঙ্গ মেয়েদের। প্রোটিয়া মেয়েদের কাছে হেরে গেছে ২১৬ রানে। তাতে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকার মেয়েদের দেওয়া ৩১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ধ্বংস নামে বাংলাদেশের মেয়েদের। লাল-সবুজের মেয়েরা ১৮.১ ওভার বাকি থাকতেই গুটিয়ে গেছে মাত্র ১০০ রানে। টপ অর্ডারের কেউ-ই রান পায়নি। ২৮ রানেই ৪ উইকেট হারিয়ে রান তাড়ায় বিপর্যস্ত হয় বাংলাদেশ। আগের ম্যাচেই সেঞ্চুরি করা ফারজানা হক এদিন ফেরেন মাত্র ৮ রানে। শামীমা সুলতানা ৬ এবং মুর্শিদা খাতুন ফেরেন ৮ রান করে।
অধিনায়ক নিগার সুলতানা ফেরেন মাত্র ৩ রানে। তাতে বিপদ বাড়ে বাংলাদেশ দলের। মিডল অর্ডারে ফাহিমা ১৫ এবং রিতুর ৩৫ রানে চাপ সামাল দিলেও তা কাজে দেয়নি। এর আগে প্রথমে ব্যাট করে বড় সংগহ গড়ে প্রোটিয়া মেয়েরা। দুই ওপেনারের দাপটে যে ৪ উইকেটে ৩১৬ রানের পাহাড় গড়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।