বিশেষ প্রতিনিধি:
কমলনগরের চর লরেন্স উচ্চ বিদ্যালয় থেকে তাসনীন তাবাসসুম নিহা ২০১৬ সনের জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা ( জেএসসি) তে A+ পেয়ে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে।
এর আগে সে ২০১৩ সনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ও উপজেলার চর জাঙ্গালিয়া খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে A+ পেয়ে বৃত্তি পেয়েছিল।
তার পিতা এটিএম আবদুর রহমান সেলিম চর জাঙ্গালিয়া খাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা শাহীনুর আক্তার চর লরেঞ্চ মাওলানা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নিহা হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোস্তফা মিয়া (হেডম্যান) এর নাতনী।
সে ভবিষ্যতে চিকিৎসক হতে আগ্রহী।। তার এ অসাধারণ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক ও পরিবারের সদস্যদের কাছে কৃতজ্ঞ। সে ভবিষ্যতে চিকিৎসক হতে আগ্রহী। এ জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছে।