তালা লাগিয়ে অবস্থান কর্মসূচিতে ইবির ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা 

শেয়ার

ইবি সংবাদদাতা:

পরীক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের শিক্ষার্থীরা। এসময় তারা বিভাগের সভাপতির কক্ষে তালা লাগিয়ে দেন। শনিবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের তৃতীয় তলায় বিভাগের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

জানা যায়, বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টারের ক্লাস দু’মাস আগেই শেষ হয়েছে। ক্লাস শেষ হওয়ার দু’মাস পার হলেও এখন পর্যন্ত তাদের পরীক্ষার নোটিশ দেয়নি। এছাড়াও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে ৭জন শিক্ষার্থী প্রথম বর্ষে নন ক্রেডিট কোর্সে উত্তীর্ণ হতে পারেনি। যাদের নন ক্রেডিট কোর্সের পরীক্ষা দ্বিতীয় বর্ষের মধ্যেই শেষ করার কথা ছিল। কিন্তু অনুত্তীর্ণদের তালিকা বিভাগ এতোদিন প্রকাশ করেনি। শিক্ষার্থীরা চতুর্থ বর্ষে এসে নম্বর পত্র উত্তোলন করে জানতে পারে তারা উত্তীর্ণ হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, বিভাগের সভাপতির আবেদন প্রেক্ষিতে উপাচার্যের বিশেষ অনুমতি ছাড়া এ পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এই সমস্যা নিয়ে দু’মাস ধরে বিভাগের শিক্ষকদের সাথে আলোচনা করে আসলেও এখন পর্যন্ত কোন সমাধান পায়নি তারা। ফলে এ অবস্থান কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা।

এদিকে, আজ সকালে বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফুল ইসলাম তার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন বলে জানা যায়। তবে কি কারনে তিনি অব্যাহতি নিয়েছেন তা এখনো স্পষ্ট হয়নি।

এ বিষয়ে অধ্যাপক ড. শরিফুল ইসলামের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও যোগাযোগ সম্ভব হয়নি।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলমান।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.