তারেক মাহমুদ, লক্ষ্মীপুর : আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ জাতির উদ্দেশ্য দেওয়া ভাষনে নির্বাচনের তফসিল ঘোষণার পর আতশবাজি ফুটিয়ে আনন্দ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা আওয়ালীমী লীগ।
মিছিলটি শহরের মুজিব চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এদিকে যেকোনো ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে শহরে টহল দিচ্ছে বিজেবি।
মিছিলে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না,
সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ূন কবির পাটোয়ারী,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন বাবর, জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়া সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।