রুবেল চক্রবর্তী:
ভোলার তজুমদ্দিনে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় আজ (১১ মে) তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদের উদ্যোগে তজুমদ্দিনে কেপিআই (Key Point Installation) বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড ও অগ্নিকাণ্ড সৃষ্ট দুর্ঘটনা হতে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং অগ্নিনির্বাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তজুমদ্দিন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন থেকে আগত একদল দক্ষ প্রশিক্ষিত কর্মীর সহযোগিতায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কৌশল কোথাও আগুন লাগলে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার এবং কৌশল অবলম্বন করে আগুন নিভানোর বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
উক্ত মহড়ায় উপস্থিত ছিলেন তজুমদ্দিন পল্লী বিদ্যুৎ সমিতির সাব জোনাল অফিসের এজিএম মে. আঃ মালেক, পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের ইনচার্জ আক্তারুল ইসলাম, তজুুুমদ্দিন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রেজাউল করিমসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ