তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেয়ার

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২৭ জুলাই) বিকালে উপজেলা সেচ্ছাসেবকলীগের আয়োজনে র্য্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসানের নেতৃত্বে বিকালে একটি র্য্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা আধুনিক অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,যুগ্ন সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাদঁপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান মিশু, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজান পোদ্দার

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.