ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নে কলহের জেরে সন্তানের সামনে স্বামী ও সৎ ছেলেদের হাতে নুরজাহান বেগম (৬০) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে স্বামী ও সৎ ছেলেরা পলাতক রয়েছে।
থানা সুত্রে জানা যায়, মোসাঃ নূরজাহান বেগম (৬০) স্বামী কয়ছর মহাজন তিনি তাহার প্রথম ঘরের স্ত্রী তাদের ১ টি ছেল ও ২ টি মেয়ে রয়েছে। তাহারা বিবাহিত। গত ইং- ১৮-০৭-২২ খ্রিঃ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকার দিকে নুরজাহান এর বসতঘরের দক্ষিণ পাশের একটি বাগানের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়া তাদের সাথে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে।
এতে তাহার সৎ ছেলে মনিরের বাশের লাঠির আঘাতে মোসাঃ নূরজাহান বেগম মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হন এবং বসত বাড়িতে ঘটনাস্থলে তিনি অজ্ঞান হন। তাহার স্বামী সহ অন্যান্য ছেলেরা প্রথম ঘরের ছেলে,জাহাংগীর স্ত্রীঃ নূরজাহান ও পূত্রবধু আকলিমা কে ও চাপা মাইরধর করে। পরবর্তীতে তাদের ডাক চিৎকারে বাড়ির সহ স্থানীয় আশেপাশের লোকজনের সহযোগিতায় নূরজাহান কে তাদের হাত থেকে উদ্ধার করা হয়।
এর পরে নুরজাহান এর ছেলে জাহাঙ্গীর দুদিন ধরে তাদের বাসায় বসে স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করান।কিন্তুু তাহার মায়ের অবস্থা অবনতি হলে ইং-২০-০৭-২০২২ খ্রিঃ তারিখ বুধবার সকাল অনুমান ০৯.০০ ঘটিকায় সময় তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করান সেখানে দুদিন ধরে চিকিৎসা চলে।পরবর্তীতে নুরজাহানের শারিরীক অবস্থার আরো অবনতি হলে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে গত ইং- ২২-০৭-২০২২ খ্রিঃ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় ভোলাসদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ০৪.০০ ঘটিকায় মারা যান।
তাদের ধারনা তাহাদের সৎ ছেলেদের মারধর করার কারনে নুরজাহানের মাথায় আঘাত পাওয়ার কারনে তিনি মৃত্যু বরন করেন। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন অবস্থা