রুবেল চক্রবর্তী
নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলদেশ” এই স্লোগানকে সামনে রেখে রবিবার (২৪ জুলাই) সকাল ১১ টায় তজুমদ্দিন প্রশাসনের আয়োজনে ও মৎস্য কর্মকর্তার কার্যালয় এর বাস্তবায়নে তজুমদ্দিন উপজেলা অডিটরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ভোধন ,পুরস্কার বিতরণ র্যালি,মাছ অবমুক্তকরন, প্রামান্য চিত্র প্রর্দশনী, মৎস্য চাষী, মৎস্য জীবি ও সিআইজিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন এর সভাপতিত্বে ও মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন বলেন – বঙ্গ বন্ধুর সোনার বাংলা বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবে এবং উদ্যোক্তা তৈরি হবে। গ্রামীণ অর্থনীতি সচল হবে। আমরা চাইব যে যেখানে আছেন ভরাট পুকুর খাল, নদী-নালা, বাওর, বিল সব জায়গায় মাছের চাষ করবেন। এরইমধ্য দিয়ে আমাদের সেই পুরনো দিনের মাছে ভাতে বাঙালির ঐতিহ্যটাকে ফিরিয়ে আনবো। এই সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশারেশ হোসেন দুলাল , চাঁদপুর ইউপি চেয়ারম্যান একে এম শহিদুল্লাহ কিরন, চাঁচড়া চেয়ারম্যান আবু তাহের মিয়া সহ বেভিন্ন দপ্তরে কর্মকর্তাগন।