তজুমদ্দিনে পল্লীসেবা সংস্থার শিক্ষাবৃত্তির চেক বিতরণ

শেয়ার

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি:

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ও পল্লী সেবা সংস্থার বাস্তবায়নে ভোলার তজুমদ্দিনে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) বিকালে পল্লী সেবা সংস্থা (পিএসএস) হল রুমে প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ নাঈম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহি পরিচালক মোঃ ফারুক হোসেন।

অনুষ্ঠানে তজুমদ্দিন, লালমোহন, চরফাশন ও বোরহানউদ্দিন উপজেলার ১১ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ১২ হাজার টাকা করে মোট ১লক্ষ ৩২ হাজার টাকার চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও পল্লীসেবা সংস্থার নির্বাহি পরিচালক মোঃ ফারুক হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী সেবা সংস্থার প্রধান হিসাবরক্ষক পরিতোষ বড়ুয়া, অডিট অফিসার তরুন কুমার দাস, মনিটরিং অফিসার সবুজ চন্দ্র দাস, এলাকা ব্যবস্থাপক মোঃ সোহেল মিয়া, ব্যবস্থাপক অগ্রসর গৌতম মজুমদার প্রমুখ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.