রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি:
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে শম্ভুপুর ইউনিয়নের কোড়ালমারা নতুন বাজার ৯নং ও ৬নং ওয়ার্ড মোহাম্মদ মিয়া পাটোয়ারী বাড়ি এবং চাঁদপুর ৪নংওয়ার্ড কাজী কান্দি আ’লীগ উঠান বৈঠকের আয়োজন করেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় তজুমদ্দিন উপজেলায় শম্ভুপুর ২টি ওয়ার্ড এবং চাঁদপুর ইউনিয়নে ১টি ওয়ার্ডে উঠান বৈঠকের আয়োজন করে। উঠান বৈঠকে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন, ভোলা-৩ আসনের সাংসদ ও নৌকার প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন,মহিউদ্দিন পোদ্দার,জেলা পরিষদ সদস্য স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসান, মহিলা আওয়ামীলীগ সভাপতি কহিনুর বেগম শীলা, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া,কৃষক লীগ সভাপতি সিরাজ, সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন পারভেজ, ছাত্রলীগ সভাপতি সাইফুদ্দিন সবুজ, শম্ভুপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সহ প্রমুখ।