তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলা তজুমদ্দিন উপজেলা জয় সেট সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় তজুমদ্দিন উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে জয় সেট সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি
এসময় তিনি বলেন, আগামী ২০২৫ সালের মধ্যে তিনটি ধাপে দেশে ৫৫৫টি “জয় সেট সেন্টার” প্রতিষ্ঠা করা হবে। এ সেন্টার সমূহ উপজেলা সদরের হাব হিসেবে গড়ে উঠবে। এই জয় সেট সেন্টারে প্রশিক্ষণ দিয়ে তজুমদ্দিন উপজেলার হাজার হাজার ছেলে-মেয়ে দক্ষ মানব সম্পদ তৈরি হবে। তারা ঘরে বসেই লাখ লাখ টাকা আয় করতে পরবে।
তিনি বলেন, গত ১৩ বছরে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এবং ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের তত্তাবধায়নে আমরা ডিজিটাল বাংলাদেশ সফল ভাবে বাস্তবায়ন করেছি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম, ভোলা জেলা নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিল, আওয়ামী লীগ সভাপতি ফকরুল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম শিলা,তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান সহ প্রমুখ।