রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি:
কোভিড-১৯ প্রতিরোধের ; ঝুঁকি যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহণে উদ্ধুদ্ধকরণ করার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে টাউনহল মিটিং করেছে “দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ “।
সোমবার (২৫জুলাই) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ভোলার তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মিলনায়তনে “ইউনিসেফ” এর সহযোগিতায় এ টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়।
“দি হাঙ্গার প্রজেক্ট” এর ভোলা জেলা সমন্বয়কারী মোঃ আশরাফউদ্দিন মামুন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কবির সোহেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন চেয়ারম্যান এ, কে, এম শহীদুল্লাহ কিরন।
এ সময় আরও বক্তব্য রাখেন, তজুমুদ্দিন রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান নয়ন, সোনারপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাকির হোসেন, তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহ-স্বাস্থ্য পরিদর্শক মোঃ জাহিদ হোসেন প্রমূখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট এর ইনফরমেশন সার্ভিস প্রোভাইডর এম শরীফ আহমেদ। বক্তব্যে বক্তারা বলেন,সরকার, এনজিও সংস্থা এবং বিভিন্ন সংগঠন বহুবার আহ্বান করার পরেও কিছু লোক কোনো সাড়া দেয়নি, টিকাও গ্রহণ করে নি।
তাদেরকে দ্রুত টিকার আওতায় আনা আমাদের দায়িত্ব।কারণ করোনা এখনো পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়নি।যেকোনো মুহুর্তে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ইতোমধ্যে করোনার সংক্রমণ আবার বেড়ে গেছে। তাই সব সময় আমাদেরকে সচেতন থাকা উচিত।