রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি: তজুমদ্দিন উপজেলায় সারা দেশের সাথে নতুন বছরের শুরুর দিনে উৎসব মুখর পরিবেশে ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ১২টায় তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয় এর হলরুমে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ।
চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, সহকারী শিক্ষাক ইউনুছ শরিফ, পরিমল দেবনাথ , প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ রফিক সাদী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম নয়ন, এছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।