ঢাবিতে দুর্ঘটনায় নারীর মৃত্যু : সড়ক পরিবহন আইনে মামলা

শেয়ার

রাজধানীর শাহবাগ থানার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় নিহত রুবিনা আক্তারের ভাই রাকিব হোসেন বাদি হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই কামরুন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলায় ঢাবি প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানীকে আসামি করা হয়েছে।

নিহত রুবিনা আক্তার (৫৫) রাজধানীর তেজগাঁওয়ের বাসিন্দা। শুক্রবার (২ ডিসেম্বর) বিকালে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। পরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়। আজ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পরিবার সূত্রে জানা যায়, রুবিনা আক্তার তেজগাঁওয়ের বাসা থেকে তার বোনের বাসা হাজারীবাগে যাচ্ছিলেন। শাহবাগ জাদুঘরের সামনে পৌঁছলে পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে টেনেহিঁচড়ে প্রায় এক কিলোমিটার পর্যন্ত নিয়ে যায়। পরে ঢামেকে নেওয়া হলেও প্রাণ ছিল না তার দেহে।

দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালককে গণধোলাই দেয় স্থানীয় লোকজন। তার নাম জাফর শাহ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক বলে গণধোলাইয়ের সময় পরিচয় দেন। পরে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী ঢামেক হাসপাতালে গিয়ে ওই শিক্ষকের পরিচয় নিশ্চিত করেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.