ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। পাঁচ নবজাতকের মধ্যে একটি ছেলে ও চারটি মেয়ে। চিকিৎসাধীন অবস্থায় এক মেয়ে নবজাতকের মৃত্যু হয়েছে। বাকি চার নবজাতককে রাখা হয়েছে ঢামেকের এনআইসিইউতে।
ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকালে লেবার ওয়ার্ডে নরমাল ডেলিভারির মাধ্যমে নরসিংদীর শিবপুর থেকে আসা মুনসুরা আক্তার পাঁচ সন্তান জন্ম দেন ।
ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল বলেন, ‘বাচ্চাগুলো প্রিম্যাচিউর, ওজন অনেক কম। তিনটি মেয়ে ও একটি ছেলে এখ এনআইসিইউতে রয়েছে।’