ঢাকার ৪ পয়েন্টে বিএনপি-পুলিশ সংঘর্ষ

শেয়ার

রাজধানীর চারটি পয়েন্টে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা চলছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার পর ধোলাইখাল, গাবতলী, উত্তরা ও মাতুয়াইল এলাকায় এসব সংঘর্ষ হয়।

ডিএমপি কমিশন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক বলেন, ঢাকার প্রবেশ মুখ আটকানোর জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি।

এসব কর্মসূচি পালনকালে বিএনপি নেতা আমানুল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায়সহ বেশ কিছু নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করছে দলটি।আজ সকাল ১০টা থেকে বিকেল বিকেল ৪টা পর্যন্ত ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে সকাল থেকেই প্রায় সব পয়েন্টেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.