পশ্চিমবঙ্গের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখার্জি। অল্প সময়ের ক্যারিয়ার হলেও খুব দ্রুতই পরিচিতি পেয়েছেন তিনি। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমায় কাজ করে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। এবার সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছেন তিনি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিংয়ে অংশ নিতেই ঢাকায় এসেছেন কৌশানি।
এই সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় আসেন কৌশানি। বিমানবন্দর থেকে সোজা একটি পাঁচ তারকা হোটেলে যান তিনি। সেখানে বিশ্রাম নিয়ে সন্ধ্যায় অংশ নেন সিনেমার শুটিংয়ে। জানা গেছে, ‘ডার্ক ওয়ার্ল্ড’র প্রযোজক এবং নায়িকা ইস্যু নিয়ে বিতর্কের কারণে বন্ধ হয়ে যায় সিনেমাটির শুটিং। শুধু তাই নয়, এসবের মাঝে বদলে যায় দৃশ্যপট ও সিনেমার নায়িকাও।