ডেভিড বিসলির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

শেয়ার

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অনুষ্ঠানের অন্যতম প্রধান এবং সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর ডেভিড বিসলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা।

বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার একমাত্র মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান।

আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশ্ব মানের একটি অনুষ্ঠানে ব্যারিস্টার জায়মা রহমানের প্রথ-বারের মতো অংশগ্রহণে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক মাত্রা যোগ হল।

ডেভিড বিসলি রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রেসিডেন্ট এবং ২০২০ সালে সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানে মানবিক সাহায্য দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য তার নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। রোহিঙ্গা সংকটের সময় তিনি বাংলাদেশ সফর করেছিলেন।

বর্তমানে ডেভিড বিসলির নাম বিশ্ব ব্যাংকের পরবর্তী সম্ভাব্য প্রেসিডেন্টের তালিকায় রয়েছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যেও তার নাম রয়েছে। সূত্র: বাসস

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.