ডেঙ্গুর প্রকোপ মুক্ত রাখতে খুবিতে মশক নিধন কার্যক্রম জোরদার

শেয়ার

তানভীর হাসান তন্ময়, খুবি প্রতিনিধি: সারাদেশের ন্যায় খুলনায়ও বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত রাখতে খুলনা বিশ্ববিদ্যালয়ে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে যে সকল জায়গাগুলো মশার উপদ্রব থাকার মত ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়, উপাচার্যের বাসভবন, ড্রেনসমূহ, বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন, আবাসিক হলসমূহের আশপাশসহ বিভিন্ন জায়গায় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হচ্ছে। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, খুলনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। মশাবাহিত এ রোগ প্রতিরোধে আমাদের আরও বেশি সজাগ ও সচেতন হতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশার বংশ বিস্তার রোধে মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে। নিয়মিত ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হচ্ছে। এছাড়া যে সকল স্থানে এডিস মশা ডিম পাড়ে তা পরিস্কার করা হচ্ছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.