সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৭ জন। শনিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরেরি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত সারা দেশে এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫ জন এবং ঢাকার ৫ বাইরের জন। ডেঙ্গুতে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৪৭ জন। তাদের মধ্যে ঢাকার ৪৬০ জন। বাইরের ১ হাজর ৫৮৭ জন।
এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ১৫৮ জন মারা গেছে। তাদের মধ্যে ঢাকার ৭২২ বাসিন্দা জন এবং ঢাকার ৪৩৫ বাইরের জন।
চলতি বছরের ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৭ হাজার ২৫১ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ হাজার ৪৬৮ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ১ লাখ ৪৫ হাজার ৭৮৩ জন।
বর্তমানে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৮ হাজার ৩৩৬ জন। তাদের মধ্যে ঢাকায় ২ হাজার ৫০৯ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৫ হাজার ৮২৭ জন।
পল্লী-নিউজ/তারেক