মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা প্রতিনিধি:
ডুমুরিয়া-ফুলতলা আসনে উৎসব মুখর পরিবেশে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় করলেও নির্বাচনী মাঠ গরম রয়েছে নৌকা ও ঈগল প্রতীকের প্রার্থীরা। দুই প্রার্থীর পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে দুই উপজেলা।
তবে ওয়ার্কস পার্টির প্রার্থী সেলিম আকতার স্বপন’র কিছু পোষ্টারও দেখা গেছে। এর মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী ঈগল’র প্রার্থীকে সমর্থন দিয়ে তাদের হয়ে কাজ করছেন।
এলাকার বাসিন্দা ডাঃ আশরাফ হোসেন বললেন, প্রচার-প্রচারে দুজনই তো সমান সমান, কে জিতবেন, বলা যায় না তবে বিরোধী বি,এনপি ও জামায়াত দল যার দিকে যাবে তারই বিজয়ের সম্ভাবনা। ২ প্রার্থী ওদের নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক মন্ত্রী ও তিনবারের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ।
তাঁর বিপরীতে ঈগল প্রতীক নিয়ে প্রতিদন্ধী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন । তিনি ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা জানান, এমপি নারায়ণ চন্দ্র চন্দ ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শেখ আকরাম হোসেন’র পাশে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যাচ্ছে সমানে সমান।
একই সঙ্গে তারা দুজনেরই কর্মী সমর্থকরা বিএনপি বা অন্য দলের ভোটার-সমর্থকদের কাছে টানার এবং তাঁদের ভোটকেন্দ্রে আনতে উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন।
বুধবার বিকালে ডুমুরিয়া যুব সংঘের মাঠে নৌকা প্রতীকের জনসভায় জেলা পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ হারুনুর রশীদ বলেন, আপনারা নারায়ণ চন্দ্র চন্দকে ভোট নির্বাচিত করবেন। এবার সে মন্ত্রী হয়ে আপনাদের সকল আশা পূরণ করে দিবে। ইনশাল্লাহ।
এ দিকে বুধবার বিকালে ফুলতলা এলাকায় আওয়ামীলীগ নেতা ও প্রবর্তন পত্রিকার সম্পাদক মোস্তফা সরোয়ার বলেন, নৌকার প্রার্থীর শাসন ও শোষন থেকে মুক্তি পেতে মানুষ বিকল্প হিসেবে স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন’র পক্ষে কাজ করছি।
তবে নৌকার বিরুদ্ধে নয়, ব্যাক্তি নারায়ণ চন্দ্র চন্দর বিরুদ্ধে। এ দুই উপজেলা অধিকাংশ দলীয় হেভিওয়েট নেতাকর্মীরা ঈগল প্রতিকের পক্ষে কাজ করছেন। আমরা বছর বছর ধরে এ দুশ্যাসন থেকে মুক্তি পেতে রাস্তায় নেমেছি। এছাড়া বর্তমানে যারা নৌকার মিছিল মিটিংয়ে কাজ করছেন, এরা সন্ত্রাসীদের ভয়ে কাজ করছে কিন্ত এর মধ্যে অর্ধেকেরও বেশী ঈগল প্রতিকের লোক রয়েছে।
আগামী ৭ ডিসেম্বর ভোটের মাধ্যমে ঈগল প্রতিককে বিজয়ী করে প্রমান করবে সাধারণ মানুষ কাকে চায়।
এ আসনে একবার জামায়াত বিএনপির প্রার্থী মিয়া গোলাম পরওয়ার নির্বাচিত হয়েছিলেন।এখানে দল দুইটির ‘ভোট ব্যাংক’ রয়েছে। স্থানীয় সূত্রগুলো বলছে, ঈগল ও নৌকা প্রতিকের প্রার্থী সহ তাদের লোকজন এখন বিএনপি ও জামায়াতের ভোটারদের কাছে টানাসহ এবং তাদেরকে কেন্দ্রে আসতে উৎসাহিত করার চেষ্টা করছেন।