টিকে থাকার লড়াইয়ে ২-০ এগিয়ে থেকে বিরতিতে উরুগুয়ের

শেয়ার

খেলার মাত্র প্রথমার্ধ শেষ হয়েছে আর তাতেই উরুগুয়ের সাথে লড়াই জমে উঠেছে সমানে সমান। কিন্তু মুখোমুখি যখন উরুগুয়ে-ঘানা এবং পুরনো ইতিহাসের মতো আবারও পেনাল্টি মিসের মহড়া। তখন অন্ততপক্ষে উরুগুয়ের বিপক্ষে ঘানাকে নিয়ে এতটুকু বললে খুব একটা ভুল হবে না।

আজ আল জানোব স্টেডিয়ামে প্রথমার্ধ শেষে উরুগুয়ের ২-০ গোল ব্যবধানের এগিয়ে। অথচ এই ম্যাচে কিনা লিড আগে নিতে পারতো ঘানাইয়ানরা। শুরু থেকে উরুগুয়ের ডিফেন্সে একের পর এক আক্রমণও ছিল ঘানার পক্ষেই। ম্যাচের ১৭তম মিনিটে পেনাল্টিও পেয়ে যায় দলটি।

বিস্তারিত আসছে …

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.