টাঙ্গাই‌লে বাস-ট্রাক সংঘ‌র্ষ; নিহত ২, আহত ১৫

শেয়ার

টাঙ্গাই‌ল কা‌লিহাতী‌ উপজেলার সল্লা এলাকায় যাত্রীবা‌হী বাসের সঙ্গে ট্রা‌কের সংঘ‌র্ষে দুইজন নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

আজ রবিবার ভোর ৫টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হতাহ‌তদের নাম-প‌রিচয় পাওয়া যায়‌নি। নিহতরা দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকচালক বলে জানা গেছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-প‌রিদর্শক (এসআই ) জ্বিলকদ হো‌সেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকাগামী যাত্রীবা‌হী বাস হা‌নিফ প‌রিবহ‌নের সঙ্গে বঙ্গবন্ধু সেতু সেতুগামী ট্রা‌কের সাঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাকবলিত বা‌সচালক ও ট্রাকচালক ঘটনাস্থ‌লে নিহত হন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.