আটলান্টিক মহাসাগরে টাইটানিকের পাশেই নিখোঁজ সাবমেরিন টাইটানের ‘ধ্বংসাবশেষ’ পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।
বৃহস্পতিবার ২২ জুন বিবিসি জানায়, কোস্টগার্ড এক বিবৃতিতে টাইটানের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে বলে জানায়।
কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, টাইটানিকের ধ্বংসাবশেষের কাছেই হরাইজন আর্কটিকের দূর থেকে নিয়ন্ত্রিত যানের মাধ্যমে টাইটানের ‘ধ্বংসাবেশেষ’ চিহ্নিত হয়েছে।
এতে আরও জানানো হয়েছে, শিগগিরই যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানাবে।