স্টাফ রিপোটার: সিনিয়র অর্থসচিব স্বাক্ষরিত নতুন ৫ (পাঁচ) টাকা নোট বাজারে আসছে আগামী ৫ জুন (রোববার)। নতুন নোটের পাশাপাশি আগের নোট ও ধাতব মুদ্রা বাজারে চালু থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে অর্থবিভাগ।
জানা গেছে, নতুন নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও নোটটি ইস্যু করা হবে।
অর্থবিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ স্বাক্ষরিত নতুন নোটের একদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতি, জাতীয় স্মৃতিসৌধ এবং অপরদিকে নওগাঁর কুসুম্বা মসজিদের ছবি আছে।
নোটটির দুই পাশের উপরিভাগে বাংলাদেশ ব্যাংকের পরিবর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংকের মনোগ্রামের স্থলে বাংলাদেশের জাতীয় প্রতীক থাকবে।
একইসঙ্গে লিগ্যাল টেন্ডার-কারেন্সি নোট হওয়ায় নোটের সামনের দিকের মাঝখানে ‘চাহিবামাত্র ইহার বাহককে পাঁচ টাকা দিতে বাধ্য থাকিবে’ লেখাটি থাকবে না।
এছাড়া নতুন নোটের রঙ, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের মতোই থাকবে।
উল্লেখ্য, পাঁচ টাকা নোটকে ব্যাংক নোটের পরিবর্তে কারেন্সি নোটে রুপান্তরের বিষয়ে গত বছরের ২১ নভেম্বর রাষ্ট্রপতি সম্মতি দেন।