বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া সফরের আগে বিয়ে করলেন পাকিস্তানের ওপেনার ইমাম উল হক। ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান বিয়ে করেছেন নরওয়ে প্রবাসী আনমল মেহমুদকে। শনিবার তাদের বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।
পাকিস্তানি গণমাধ্যম সামা টিভির তথ্যানুসারে, কনে আনমল ইমামের দূরসম্পর্কের আত্মীয়। নিউজিল্যান্ডের বিপক্ষে একটি সিরিজের সময় থেকে তারা একে অপরের কাছাকাছি আসতে থাকেন।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূ আনমলের সঙ্গে চারটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ইমাম লেখেন, আমরা শুধু জীবনের তরে সঙ্গী হইনি, বরং আমাদের বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করেছি, যা আমাদের ভালোবাসার গল্পের ভিত্তি ছিল। আমি শুধু নিজের সেরা বন্ধুটিকেই বিয়ে করিনি, তোমার হৃদয়ে নিজের অনন্তকালের ঘরও খুঁজে পেয়েছি।
এর আগে, বিয়ে পরবর্তী অনুষ্ঠানে আয়োজন করা হয় ‘কাওয়ালি নাইটস’। যেখানে সুরের মূর্ছনায় মেতেছেন তারকা ক্রিকেটার বাবর আজম ও শরফরাজ আহমেদরা। উপস্থিত ছিলেন পিসিবির প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ, সাবেক লেগ-স্পিনার মুশতাক আহমেদ ও পাকিস্তানের বেশ পরিচিত নারী ধারাভাষ্যকার জয়নব আব্বাস। এছাড়া ইমামের জাতীয় দলের সাবেক ও বর্তমান সতীর্থদের মধ্যে এদিন হাজির হয়েছিলেন কামরান আকমল, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, উসমান কাদির এবং শাদাব খানরা।