ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ “এমভি আবদুল্লাহ” থেকে লুকিয়ে মোবাইলে কল দিয়ে মায়ের সঙ্গে কথা বলেছেন তৌফিকুল ইসলাম। তৌফিকুল ওই জাহাজটির সেকেন্ড ইঞ্জিনিয়ার।
জাহাজটি জিম্মি হওয়ার পর স্ত্রী ও মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন তৌফিকুল।
খুলনা নগরীর বয়রা করিমনগর এলাকার বাসিন্দা মো. ইকবালের তৃতীয় সন্তান তৌফিকুল। ব্যক্তি জীবনে এক ছেলে ও এক মেয়ের বাবা তিনি।
মঙ্গলবার (১২ মার্চ) বিকাল ৫টার দিকে কল দিয়ে মায়ের কাছে দোয়া ও মাফ চান। এ সময় তার মোবাইল ফোন নিয়ে যায় দস্যুরা। এর পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ হয়নি পরিবারের। এখন তার পরিবারে শোকের মাতম চলছে।
তৌফিকুলের মা দিল আফরোজ জানান, ভারত মহাসাগরে সোমালিয়ার জলদুস্যদের হাতে জিম্মি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ “এমভি আবদুল্লাহ” থেকে গোপনে মোবাইল ফোনে তার কাছে দোয়া চেয়েছিলেন তৌফিকুল। মঙ্গলবার বিকেল ৫টার দিকে তার সঙ্গে সর্বশেষ কথা হয়। সেসময় জলদস্যুরা তার ফোনটি কেড়ে নেয়।
জিম্মি নাবিকদের উদ্ধোরের বিষয়ে কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান, তারা নাবিকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। নাবিকদের সুরক্ষাই তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। এর আগে জলদস্যুদের কবলে পড়া জাহান মনি জাহাজের নাবিকদেরও নিরাপদে দেশে এনেছেন। এ জাহাজের নাবিকদেরও নিরাপদে আনতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তারা।