জায়েদ খানকে ‘কাউয়া শিল্পী’ বললেন ওমর সানি?

শেয়ার

অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে যথেষ্ট নিয়মিত ওমর সানি। বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি।

এদিকে দেশের শোবিজ দুনিয়ার একঝাক তারকা এই মুহূর্তে আলো ছড়াচ্ছেন মার্কিন মুলুকে। কোনো সিনেমা বা নাটকের শুটিংয়ে নয়, তারা সেখানে গেছেন ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড নামের একটি অনুষ্ঠানে পারফর্ম করতে। এবার এই অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন জায়েদ খান।

এরপরই স্বভাবসুলভ মন্তব্য করে বসেছেন সানি।

নাম উল্লেখ না করে যুক্তরাষ্ট্রে যাওয়া শিল্পীদের দুই-একজনকে ‘কাউয়া শিল্পী’ বলে অবিহিত করেছেন সানি। এ প্রসঙ্গে নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘আগে আমেরিকার অনুষ্ঠানের নাম শুনলেই কম বেশি আমরা সবাই লাফ দিতাম। কিন্তু এখন যে ধরনের দুই-একজন কাউয়া শিল্পীকে তারা নিয়ে যাচ্ছে আমরা অবাক হচ্ছি, রুচির দুর্ভিক্ষ।’

অবশ্য ওমর সানি কাকে কাউয়া শিল্পী বলে কটাক্ষ করছেন সে বিষয়ে কিছু লেখেননি। তবে অনেকের ধারণা, জায়েদ খানকেই ‘কাউয়া শিল্পী’ বলে খোঁচা দিয়েছেন তিনি। কমেন্টবক্সেও তা প্রকাশ করেছেন নেটিজেনরা।

একজন লিখেছেন, এরমধ্যে জায়েদ খান প্রথম সারিতে আছে। আর কিছু বলার নেই, শুধু দেখে যাব। অন্য একজন লিখেছেন, বাংলাদেশের একমাত্র সুপারস্টার নায়ক,জায়েদ খান। তবে এসবের কোনো উত্তর দেননি সানি। স্ত্রী মৌসুমীকে বিরক্ত করার অভিযোগ এনে ঢালিউডের খলনায়ক ডিপজলের ছেলের বিবাহত্তোর সংবর্ধনায় জায়েদ খানকে কষে চড় বসিয়েছিলেন সানি। দুজনের দ্বন্দ্ব সেখান থেকেই। বিষয়টি সেসময় পরিণত হয় জাতীয় ইস্যুতে। পরে সব শান্ত হলেও সানি-জায়েদে স্নায়ুযুদ্ধটা রয়েই গেছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.