জাবির ৫৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাঁধনের বিনামূল্যে ব্লাড ক্যাম্পিং 

শেয়ার

শহিদুল্লাহ মনসুর,জাবি প্রতিনিধি

‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ মূলমন্ত্রকে ধারণ করে ১৯৯৭ সাল থেকে বাঁধনের যাত্রা শুরু। তার পরিক্রমায় ২০০৪ সালের ৫ই জানুয়ারি থেকে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আজ ১২ই জানুয়ারি শুক্রবার বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জোন তার অন্তর্গত হল ইউনিটের কর্মীবৃন্দদের স্বেচ্ছায় অংশগ্রহণের মাধ্যমে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি উদযাপন করেছে।

শুক্রবার (১২ জানুয়ারী) সকাল সাড়ে দশটা থেকে শুরু করে বিকেল ৫ টা পর্যন্ত চলে তাদের এ কার্যক্রম। দুশতাধিক ব্যক্তি বিনামূল্যে এ সেবা গ্রহণ করে। এর মধ্যে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং দর্শনার্থীদের অংশগ্রহণ বেশী ছিলো।

এ বিষয়ে জোন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সানি বলেন, গুটি গুটি পায়ে বাঁধন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জোন ২০ বছরে পদার্পণ করেছে। পূর্বের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ১২ই জানুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সারাদিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে। সারাদিনে প্রায় ২৫০ এর অধিক মানুষকে বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়েছে। বাঁধন চায় “যেন রক্তের অভাবে রক্ত স্নাত বাংলায় আরেকটি প্রাণও ঝরে না পড়ে।”

উল্লেখ্য,বাঁধন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জোন দিনগুলোতেও জাবি ক্যাম্পাসে তাদের এই ফ্রি রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রম পরিচালনা করেছিলো।তাদের এই সামাজিক কর্মকাণ্ডগুলো খুবই ইতিবাচকভাবে নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.