জাবিতে‌ পাখি সংরক্ষণে ‘পাখি মেলা ‘

শেয়ার

জাবি প্রতিনিধি:
পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২২তম বারের মত পাখি মেলা-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে শুক্রবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হবে।

মেলায় বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও কর্মসূচি থাকবে। তার মধ্যে রয়েছে: আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপ ও বাইনোকুলারস দিয়ে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা এবং সকলের জন্য উন্মুক্ত পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা।

এছাড়াও পাখি সংরক্ষণে এবং সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখায় বিগ বার্ড বাংলাদেশ অ্যাওয়ার্ড, সায়েন্টিফিক পাবলিকেশন অ্যাওয়ার্ড, কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড ও স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০০০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম পাখি মেলা শুরু হয়েছিল। ২০০৪ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ সরাসরি মেলার আয়োজনে যুক্ত হয়।

এই মেলায় পাখি সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি পাখি পর্যবেক্ষণে আগ্রহী শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।

মেলার আয়োজক কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান বলেন, “আগামীকালের পাখি মেলার প্রস্তুতি মোটামুটি কমপ্লিট।‌ পাখি মেলায় আন্ত: বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশ নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১০ জন‌ শিক্ষার্থী ইতিমধ্যে এসেছে, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকেও প্রতিযোগীরা যথা সময়ে চলে আসবে আশা‌ করছি। পাখির ছবি আঁকা প্রতিযোগিতায় অংশ নিতে শিশু-কিশোরদের মধ্যে বেশ আগ্রহ লক্ষ্য করা যায়। আগামীকাল সুন্দর আবহাওয়ায় যথাযথ ভাবে আমাদের আয়োজন সম্পন্ন করতে পারবো ঐই প্রত্যাশা‌ করছি।”

মেলার আয়োজনে সহায়তা করছে ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার, বাংলাদেশ বার্ড ক্লাব, আরণ্যক ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এবং বাংলাদেশ বন বিভাগ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.