জাবিতে নবীন শিক্ষার্থীদের ক্লাস বর্জন

শেয়ার

শহিদুল্লাহ মনসুর, জাবি প্রতিনিধি:

অবিলম্বে সশরীরে ক্লাস শুরুর দাবিতে ক্লাস বর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২ ব্যাচ) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল চারটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বর্জনের ডাকে সাড়া দিয়ে দর্শন, বাংলা, ইংরেজিসহ মোট বাইশটা বিভাগ নিয়মিত ক্লাস কার্যক্রমে অঅংশগ্রহণ করেনি।

এর আগে গত সোমবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অবিলম্বে ক্লাস শুরুসহ তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে নবীন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো— এক.২০ জানুয়ারির মধ্যে আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়া, দুই.জানুয়ারির শেষ সপ্তাহে সশরীরে ক্লাস শুরু করা এবং তিন.অফলাইনে ক্লাস চলাকালে ৩০ কর্মদিবসের মধ্যে কোন প্রকার পরীক্ষা না নেওয়া।No description available.

এ বিষয়ে দর্শন বিভাগের চেয়ারম্যান আনোয়ারুল্লাহ ভূঁইয়া জানান,আড়াই হাজারের অধিক অবৈধ শিক্ষার্থীকে আবাসিক হলে রেখে নবীন শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেওয়া খুবই অযৌক্তিক। প্রশাসনের উচিত এ বিষয়ে আন্তরিক হওয়া।

নবীন শিক্ষারদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলে,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়‌ ভর্তি পরীক্ষার পর সকল স্টুডেন্ট কে ৭ মাস বসিয়ে রেখে অনলাইনে ক্লাস শুরু করেছে।জাবি কতৃপক্ষ নতুন হলের জনবল আর আসবাবপত্র সংকটের কথা বলে দীর্ঘদিন যাবত এ কথা বলে‌ আসছে। অনলাইনে আমাদের তেমন পড়াশোনা হচ্ছে না, অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। সর্বশেষ জাবি কর্তৃপক্ষ বলেছিল নির্বাচনের পর হল আ্যলোট দিয়ে সশরীরে ক্লাস শুরু করার কথা। এখনো এটা নিয়ে সংশয় আছে জানুয়ারিতে ক্লাস হবে কি না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি দ্রুত হল আ্যলোট দিয়ে আমাদেরকে সশরীরে ক্লাস করার‌ সুযোগ দেওয়ার জন্য।

এর আগে, গত বছরের ৩০ শে নভেম্বর থেকে আবাসন সংকটের অজুহাত দেখিয়ে ২০২২-২৩ সেশনের নবীন শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.