জাবিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট

শেয়ার

জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ঐতিহ্যগত ক্রিকেট টুর্নামেন্ট ‘ক্রিক-ইংলিশ’সপ্তম আসরের আয়োজন করা হয়েছে। ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নিয়েছে ইংরেজি বিভাগের আশির অধিক ছাত্র এবং শিক্ষক। এবারের আসর মোট ৫টি দল নিয়ে আয়োজন করা হচ্ছে। দলগুলো হলো- হোয়াইট ওয়ার্কাস, লর্ডস, ক্রিক ফ্যান্টমস, রাইজিং র‍্যাপ্টরস এবং ব্লেজিং বুলস।

এর আগে ১৪ জানুয়ারি রবিবার টুর্নামেন্টের ‘খেলোয়াড় নিলাম’অনুষ্ঠিত হয়। নিলামে সর্বোচ্চ ক্রেডিটে ক্রিক ফ্যান্টমসে যোগ দেন ৪৬ ব্যাচের শিক্ষার্থী সাঈদ। এসময় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের লেকচারার মোহাম্মদ সালাউদ্দিন এবং তাকি ইয়াসির। একমাত্র শিক্ষক হিসেবে টুর্নামেন্টে টিম লর্ডসের হয়ে খেলছেন লেকচারার মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, “আমার কাছে মনে হয় যারা খেলাধুলা করে, খেলাধুলার সাথে থাকে তাদের খারাপ কাজের সাথে জড়িয়ে যাওয়ার সুযোগ খুব কম। আমি ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের ভালো মানুষ হিসেবে বিবেচনা করি। এই টুর্নামেন্টে অংশ নিয়ে আমি কিছু ভালো মানুষের ফেইস দেখতে যাচ্ছি। সবার জন্য শুভকামনা।”

টুর্নামেন্ট পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য ও বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মাজহারুল ইসলাম বলেন, “ক্রিক ইংলিশ ইংরেজি বিভাগের শিক্ষার্থীবৃন্দের দ্বারা আয়োজিত ঐতিহ্যবাহী একটি ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিবছর বিভাগের শিক্ষার্থীরা নিজ পৃষ্ঠপোষকতায় ও শিক্ষকবৃন্দের অনুপ্রেরণায় এই টুর্নামেন্ট আয়োজন করে থাকেন। গত ৬ বছরের ধারাবাহিকতায় এবারো বিভাগের শিক্ষার্থীরা এই টুর্নামেন্ট আয়োজন করেছে। এবারের আয়োজনে সরাসরি খেলোয়াড় হিসেবে শিক্ষকবৃন্দের অংশগ্রহণ টুর্নামেন্টে সবার আকর্ষণকে নতুন মাত্রা দিয়েছে। পাশাপাশি আগামিবার হতে বিভাগের শিক্ষকবৃন্দের স্ব-উদ্যোগে টিম পরিচালনার আশ্বাস এই টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি করবে বলে আমরা আশাবাদী। অন ফিল্ড স্পোর্টসের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে এমন আয়োজন সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি”

উল্লেখ্য, গত ছয়টি আসরে তিনবার চ্যাম্পিয়ন হয় পাইপ রানার্স, দুইবার হোয়াইট ওয়াকার্স এবং একবার ইনভিক্টাস।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.