জাতীয় শোক দিবস উপলক্ষে ইবির শেখ হাসিনা হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শেয়ার

ইবি সংবাদদাতা:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হল।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ২ টায় হলের টিভি কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে আলোচক হিসেবে ছিলেন হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. নূরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরাইরা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম রায়হান ও সাংবাদিক সমিতির সভাপতি শাহেদুল ইসলামসহ অন্যরা।

আলোচনা সভায় অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীরা পুর্ব পাকিস্তানীদের সাথে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ সকল ক্ষেত্রেই বৈষম্যমূলক আচরণ করেছে। বঙ্গবন্ধু সকল বৈষম্যের বিরুদ্ধে কাজ করে গেছেন। তাঁর বক্তব্যে গোটা পূর্ব বাংলার লোকজন যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর আদর্শ যাতে বাস্তবায়িত না হয়, সেজন্যই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্ব পরিবারে হত্যা করেছে ঘাতকেরা। এসময় তিনি বঙ্গবন্ধু ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য শেষ করেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্ট নিহত সকল শহীদদের আত্নার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সিনিয়র ইমাম মনিরুজ্জামান।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.