জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাতিলের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান জাবি ছাত্র ফ্রন্টের

শেয়ার

জাবি প্রতিনিধি:
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাতিলের দাবিতে সারাদেশব্যাপী ৫ লক্ষ স্বাক্ষর সংগ্রহের অভিযানের অংশ হিসেবে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সজিব আহমেদ জেনিচের সঞ্চালনায় সাক্ষর সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন।

এ সময় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদসহ দলের বেশ কয়েকজন নেতা-কর্মী।

জ্ঞান-বিজ্ঞান-মনুষ্য­ত্ব ধ্বংসকারী এ শিক্ষাক্রমের মাধ্যমে একটা প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে। শিক্ষার মধ্য দিয়ে মানুষ গড়ে উঠে, চরিত্র গড়ে ওঠে, দক্ষতা সম্পন্ন মানুষ তৈরি হয়। শিক্ষা ও প্রশিক্ষণ এক নয়। এই শিক্ষাক্রম শুধু দক্ষতাসম্পন্ন অনুগত শ্রমিক তৈরি করবে, কিন্তু জ্ঞান অর্জনের পথ রুদ্ধ হবে। এতে মানুষ প্রশিক্ষণ প্রাপ্ত একজন পশুতে পরিণত হবে৷ একদিকে স্মার্ট বাংলাদেশ তৈরি করার কথা বলা হচ্ছে, অন্যদিকে বিজ্ঞানের মৌলিক বিষয়গুলোকে সংকোচিত করা হচ্ছে। ফ্যাসীবাদী শাসন ব্যবস্থার পরিপূরক মনন তৈরির জন্যেই এ শিক্ষাক্রম প্রণয়ন করা হয়েছে বলে জানান বক্তারা।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.