আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:
জয় বাংলা ব্লাড ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আলী আব্দুল্লাহ আকাশ ও সাধারন সম্পাদক শাহাব উদ্দীন পারভেজ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য জয় বাংলা ব্লাড ফাউন্ডেশন এর নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
উক্ত কমিটি গঠনের ক্ষেত্রে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জয় বাংলা ঐক্য পরিষদের নেতা জিলানী রহমান ওনেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবকলীগ এর সহ-জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আরেফিন কায়সার শুভ ও নেত্রকোণা জেলা ছাত্রলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ইবনে হান্নান হৃদম ।
উক্ত কমিটিতে আব্দুস সামি নিকো কে সভাপতি, ইফতেখার হোসেন সৌমিক কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করে ১২ সদস্য বিশিষ্ট আংশিক জেলা কমিটি প্রকাশ করে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি৷
জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, উক্ত কমিটির সকল নেতৃবৃন্দ রাজনীতির উর্ধ্বে থেকে দল মত নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করবে। মানবতার যেকোনো প্রয়োজনে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করবো সেই সাথে উক্ত কমিটিতে যারা দায়িত্ব পেয়েছে তাদের সকল কে তাদের দায়িত্ব পালনের জন্য আহ্বান এবং সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।