সোলাইমান ইসলাম নিশান :
লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা বলেছেন, জনগণ আমার পাশে আছে সুষ্ঠ নির্বাচন হলে আমি নির্বাচনে জয় লাভ করবো।
শনিবার (১১ মে) বিকেলে রামগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় তার নিজ অফিসে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট রামগঞ্জ গড়ার লক্ষ্যে আমি কাজ করে যাবো। রামগঞ্জের মানুষ ২১ তারিখ ভোট কেন্দ্রে গিয়ে তালা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি জনগণের পাশে থাকবো। যারা তরুণ ভোটার আছেন। আমি একজন তরুণ। আমি চাই তরুণদের ভোটার তালার পক্ষে হোক। তরুণদের সাথে নিয়ে সন্ত্রাস, মাদক দমনসহ বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করবো।