জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনই প্রমাণ করে নৌকার বিজয় সুনিশ্চিত

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নৌকা প্রতিকের প্রার্থী ড. আনোয়ার হোসেন খান বলেছেন, এদেশের জনগণ অধীর আগ্রহ নিয়ে আগামী ৭ জানুয়ারীর জন্য অপেক্ষায় রয়েছে। তারা স্বতঃস্ফূর্তভাবে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য প্রস্তুত। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনই প্রমান করে নৌকার বিজয় সুনিশ্চিত। গণসংযোগ, প্রচারণা, পথসভা ও উঠান বৈঠক যেখানেই নৌকা, সেখানেই উৎসবের আমেজে জনতার উচ্ছ্বাস। অথচ কিছু লোক নৌকাকে বিতর্কিত করতে চায়। জনগণ তাদের ক্ষমা করবে না।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে পৌরসভার কলচমা,নন্দনপুর,আঙ্গা­রপাড়া, করপাড়া ও ভোলাকোট ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে আনোয়ার খান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথা বলে বিভ্রান্ত করছে বিশ্বাস ঘাতকেরা। গুজব ছড়াচ্ছে, অপপ্রচার চালাচ্ছে। আপনারা এসব লোকদের কথায় কান দিবেন না। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তাই নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে মানুষের উচ্ছ্বাস দেখেই বুঝা যায়, জনগণ উন্নয়নের পক্ষে রায় দেবার জন্য প্রস্তুত। নৌকার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা কোনো ষড়যন্ত্রকারীরা ঠেকাতে পারবে না।
আনোয়ার খান বলেন, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা জননেত্রী শেখ হাসিনার প্রতীক। নৌকায় ভোট দিলেই পদ্মা সেতু হয়, মেট্রোরেল হয়, বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হয়। মোট কথা নৌকা মানেই জনগণের ভাগ্যের পরিবর্তন। তাই জনগণ আবারো নৌকাকেই ক্ষমতায় দেখতে চায়। এজন্য আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে । জনসংযোগে উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.