জনগণের বিশ্বাস ধরে রাখতে পেরেছি এটাই আওয়ামী লীগের বড় অর্জন: আনোয়ার খান

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দেওয়ায় আজ সারাদেশে উন্নয়ন হচ্ছে। আমরা যদি আমাদের মনের কথা জনগণকে বোঝাতে পারি, তাহলে ভোটে সমস্যা হওয়া কথা নয়। জনগণ এখন পর্যন্ত সরকারের প্রতি বিশ্বাস ও আস্থা রেখেছে। দীর্ঘদিন একটানা ক্ষমতায় থেকেও যে জনগণের বিশ্বাস ধরে রাখতে পেরেছি এটা আমাদের জন্য বড় অর্জন। এজন্য রামগঞ্জবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
শুক্রবার (২১ জুলাই) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের জনগণের জানমাল রক্ষার্থে সবধরনের নাশকতা কঠোর হাতে দমন করা হবে। ২০১৪-২০১৫ বিএনপির সন্ত্রাস আমরা দেখেছি। সন্ত্রাসকে এ দেশের জনগণ মোকাবিলা করেছে। ইনশাআল্লাহ তাদের এই পদত্যাগের দাবি এটা একটা হাস্যকর ব্যাপার। এটা কোনদিনই বাস্তবায়িত হবে না। আগামী নির্বাচন যাতে সুন্দর, সুষ্ঠু হয়, নির্বাচনটা সুন্দর, সুষ্ঠু নিরপেক্ষ করা যায়, সেদিকে বিএনপিকে এগিয়ে আসার আহবান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, সাবেক মেয়র বেলাল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, লামচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফয়জুল্লাহ জিসান ৮ নম্বর পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ মির্জা, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন খান, ইছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আমির হোসেন খান,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সোহেল পাটোয়ারী, উপজেলা যুবলীগের সভাপতি সৈকত মাহমুদ সামসু, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ মুস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফয়সাল মাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম অপমাল প্রমুখ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.