শনিবার, ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ,২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

জঙ্গি দমনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

Array

ima_119583
ঢাকা: জঙ্গি দমনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র- সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া–বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব পর্যালোচনা করছেন তারা।

১ জুলাই গুলশানে অভিজাত রেস্টুরেন্ট হলি আর্টিজানে হামলা করে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যার ঘটনায় বাংলাদেশের পাশাপাশি উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রও। জঙ্গি মোকাবেলায় দুই দেশের মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা করতেই দুই দিনের সফরে ঢাকায় আসেন নিশা দেশাই। প্রথম দিন বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন তিনি। দ্বিতীয় দিন নাগরিক সমাজের সদস্য, কূটনীতিক, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন সহকারী মন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে গণভবন যান তিনি।

সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদেরকে নিশা দেশাই বলেন, ‘সন্ত্রাস মোকাবেলায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ একসঙ্গে কাজ করবে। যে কোনো ধরনের সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে’। অনুসন্ধানমূলক তথ্য দিয়ে তার দেশ বাংলাদেশকে সহযোগিতা করতে পারে বলেও জানান নিশা।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। জঙ্গি মোকাবেলায় তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা দেবে বলে আমাদের জানিয়েছেন নিশা। আমরাও বলেছি, একসঙ্গে কাজ করবো সবাই’।

এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে বৈঠক করেন নিশা দেশাই। বেলা পৌনে ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট ও যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার মার্ক ক্লেটন উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে বৈঠক করেন। তবে এসব বৈঠকের আলোচ্যসূচির বিষয়ে গণমাধ্যমকে কিছুই জানানো হয়নি।

সকালে মার্কিন রাষ্ট্রদূত স্টিফেন মার্শা ব্লুম বার্নিকাটের বাসভবনে তিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের মধ্যদিয়ে তাঁর দিবসের কর্মসূচি শুরু হয়।

সেখান থেকেই নিশা দেশাই হলি আর্টিজান রেস্তোরাঁ পরিদর্শনে যান। রেস্তোরাঁটি ঘুরে দেখার পাশাপাশি নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

সর্বশেষ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন দাবিতে লক্ষ্মীপুরে ঐক্য পরিষদের গণ অনশন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ ২০১৮ সালে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণঅনশন ও গণঅবস্থান...

দুপুরেও জলাবদ্ধ রাজধানীর বিভিন্ন জায়গা

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া কয়েক ঘণ্টার বৃষ্টির পর রাজধানীর বিভিন্ন সড়ক-গলিতে জমে...

লক্ষ্মীপুরে রাতের অন্ধকারে স্কুল ভাঙচুর-লুটপাট, অনিশ্চিত পাঠদান

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে রাতের অন্ধকারে দু'দফা হামলা চালিয়ে ১০ টি সেমিপাকা ও দুটি টিনসেট শ্রণিকক্ষ...

ইবির সাদ্দাম হোসেন হলের আয়োজনে অন্তিম কনসার্ট

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের উদ্যোগে অন্তিম কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১...

ইলেভেন কেয়ার একাডেমি’র আন্ত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

কামরুল হাসান হৃদয়: লক্ষ্মীপুরের ব্যতিক্রমধর্মী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান 'ইলেভেন কেয়ার একাডেমি' কর্তৃক শিক্ষার্থীদের শারিরীক সুস্থতা এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে প্রচেষ্টা বহুগুণ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রচেষ্টা বহুগুণ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...