জঙ্গি অভিযান সমাপ্ত ঘোষণা

শেয়ার

পল্লী নিউজ ডেস্ক:

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি অস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তিনি এ ঘোষণা দেন। এর আগে বিকেল সোয়া ৩টার পর স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, অনেক তাজা বোমা, বিস্ফোরক ও গ্রেনেড থাকায় কেউ ভেতরে যাচ্ছে না। তবে কিছুক্ষণ পর আমাদের বোম ডিসপোজাল ইউনিট ভেতরে যাবে। সেখানে কি কি রয়েছে সেগুলো খতিয়ে দেখবে।

জঙ্গিদের আত্মসর্মপণের জন্য মাইকিংয়ের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতে অনেকেই সাড়া দিয়েছে, আবার কেউ কেউ সাড়া দেয়নি। তবে যারা আত্মসমর্পণ করেন নি তাদের মধ্যে বোরখা পড়া নারীকে আত্মসমর্পণের জন্য বলা হয়। তিনি আত্মসমর্পণ না করে পরিহিত ‘সুইসাইডাল ভেস্ট’ ফাটান। এতে তিনি মারা যান।

এছাড়া জঙ্গি তানভীর কাদেরীর ছেলে আফিফ কাদের আরিফকে (১৪) মেঝেতে পড়ে থাকতে দেখা গেছে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.