ছাত্রলীগ শক্তিশালী হলে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে: আনোয়ার খান এমপি

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান ছাত্রলীগ নেতাকর্মীদের শিক্ষা অর্জনে বেশি সময় ব্যয় করার আহবান জানিয়ে বলেন, ছাত্রলীগের মূলনীতিতেই আছে শিক্ষা, শান্তি, প্রগতি। তাই ছাত্রলীগকে শিক্ষার আলো জ্বালিয়ে শান্তির পথে এগিয়ে যেতে হবে প্রগতির মধ্য দিয়ে। প্রত্যেক ছাত্রলীগ কর্মীদের নিজ নিজ এলাকায়, গ্রামে, মহল্লায় কোন অক্ষরজ্ঞানহীন লোক আছে কিনা তার খোঁজ নিতে হবে এবং নিরক্ষরকে অক্ষর জ্ঞান দিতে হবে। এজন্য সবাইকেই একযোগে কাজ করতে হবে যেন বাংলাদেশ দ্রুত নিরক্ষরতামুক্ত হয়।’

তিনি বলেন, আজ ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রতিটি ইউনিটকে একত্রিত করতে পেরেছে ছাত্রলীগ। ঠিক এভাবেই আগামী নির্বাচনে দলবদ্ধ ও সুসংগঠিত হয়ে কাজ করতে হবে। ছাত্রলীগ শক্তিশালী হলে দেশনেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। তবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার মূল লক্ষে পৌঁছে যাবে দেশ। এ জন্য ছাত্রলীগকে সুসংগঠিত থাকতে হবে।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য আনোয়ার খান এমপি এসব কথা বলেন। উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সুসংগঠিত উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানান এমপি।

আনোয়ার খান এমপি আরও বলেন, আজকে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্লোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ আজ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে বিশ্ব সভায় উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। দেশের অর্থনীতি আজ শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে বলেই আমাদের আর্থ-সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য পেয়েছি। জননেত্রী শেখ হাসিনার ধারাবাহিক নেতৃত্বের কারণে ও সুদক্ষ পরিচালনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ হবেই ইনশাল্লাহ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম অপু মালের সভাপতিত্বে ও সানজিদ হাসান অভির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূইয়া, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান হাসান রাসেল।

বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ, উপজলেয়া যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ শামছু, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম মাষ্টার, করপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল হক মুজিব, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম সুমন, ভাদুর ইউপি চেয়ারম্যান মোঃ জাবেদ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম লেদু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনির হোসেন খোকন, মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মেহেদি হাসান শুভ, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও কলেজ ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম,ছাত্র সংসদের সাবেক জিএস ও কলেজ ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক এবং জেলা ছাত্রলীগ সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.