চ্যাম্পিয়ন-রানার্স আপ লড়াইয়ে শুরু বিশ্বকাপ

শেয়ার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যচে টস ভাগ্য পক্ষে গেছে নিউজিল্যান্ডের, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। চোটের কারণে ইংল্যান্ডের একাদশে নেই তারকা অলরাউন্ডার বেন স্টোকস।

সাধারণত আয়োজক দেশের ম্যাচ দিয়ে পর্দা ওঠে বিশ্বকাপের। আয়োজক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে ২০১৯ বিশ্বকাপ শুরু হয়। কিন্তু আজ ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে তেমন হচ্ছে না। চ্যাম্পিয়ন ও রানার্স আপ লড়াই দিয়ে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স আপ নিউজিল্যান্ড। ম্যাচে টস ভাগ্য পক্ষে গেছে নিউজিল্যান্ডের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। ম্যাচটি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে।

এবারের আসরের শুরুতেই ইংলিশদের বিপক্ষে প্রতিশোধের সুযোগ পাচ্ছে নিউজিল্যান্ড। আগের রুদ্ধশ্বাস ফাইনালে তাদের বিপক্ষেই যে স্বপ্নভঙ্গ হয় কিউইদের। এখন পর্যন্ত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১০টি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। ৫টিতে জয় তাদের, ৫টিতে জিতেছে ইংল্যান্ড। এই ফরম্যাটে ৯৫ ম্যাচে ইংল্যান্ডকে ৪৪ বার হারিয়েছে নিউজিল্যান্ড, হেরেছে ৪৫ ম্যাচে। ৪টি ম্যাচ পরিত্যক্ত ও ২টি ম্যাচ টাই হয়।

আজকের ম্যাচ দিয়ে ফেরা হয়নি নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের। তার অবর্তমানে কিউইদের নেতৃত্বে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ল্যাথাম। চোটের কারণে ইংল্যান্ডের একাদশে নেই তাদের তারকা অলরাউন্ডার বেন স্টোকস।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ ও মার্ক উড।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.