চ্যাম্পিয়ন্স ট্রফিতেও থাকছেন শরফুদ্দৌলা

শেয়ার

চলতি মাসে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। সেই আসরে অফিশিয়ালদের মধ্যে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ১২ জন। সেই তালিকায় আছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

১৫ জনের ম্যাচ অফিশিয়ালের মধ্যে তিনজন থাকবেন ম্যাচ রেফারির দায়িত্বে।

চলতি মাসের ১৯ তারিখ পাকিস্তান ও আরব আমিরাতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আসরের পর্দা নামবে ৯ ফেব্রুয়ারি। পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি এবং আরব আমিরাতের দুবাইয়ে হবে ম্যাচগুলো।

এবারের আসরের দায়িত্বপ্রাপ্ত হওয়া ১২ আম্পায়ারের ৬ জনই দায়িত্ব পালন করেছেন ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই ছয় আম্পায়ার হলেন – রিচার্ড কেটেলবরো, ক্রিস গ্যাফানে, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, পল রাইফেল ও রড টাকার।

তাদের বাইরে বাকি ছয় আম্পায়ার হলেন – মাইকেল  গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, এহসান রাজা, শরফুদ্দৌলা, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন।

ভারতের মাটিতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন তারা সবাই। শরফুদ্দৌলা সেই বিশ্বকাপে ৫ ম্যাচ পরিচালনা করেন।

আম্পায়ার : কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানে, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবরো, আহসান রাজা, পল রেইফেল, শরফুদ্দৌলা ইবনে শহীদ, রড টাকার, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন।

ম্যাচ রেফারি : ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ডি পাইক্রফট।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.