নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চৌমুহনী পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এবিএম ইউসুফ মিয়ার ভাতিজার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও ১৪ লাখ টাকার মালামাল সহ লুটের ঘটনা ঘটেছে ৷
বৃহত্তর নোয়াখালীর রাজধানী খ্যাত প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী শহরের বিশিষ্ট ব্যবসায়ী ডিবি রোডের মেসার্স নুরজাহান ইলেকট্রিক এর স্বত্বাধিকারী ইশতিয়াক আলম সোহানের ব্যবসা প্রতিষ্ঠানে গত ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ৬ আগষ্ট বিকালে ডিবি রোড কলাপট্টি ইশতিয়াক আলম সোহান এর ব্যবসায়ীক অফিসে মুখচেনা সন্ত্রাসী সহ সাঙ্গপাঙ্গরা মার মার ডাক দিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়।
৬ আগস্ট রাত ১০ টার দিকে একটি বিশেষ রাজনৈতিক দলের জৈনিক মুখচেনা নেতার লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনী৷
প্রত্যক্ষদর্শীরা জানায়,ব্যবসায়ী ইশতিয়াক আলম সোহানের ডিবি রোডের মেসার্স নুরজাহান ইলেকট্রিকে ব্যাপক হামলা ভাঙচুর ও লুটপাটের সময় প্রায় ১৪ লাখ টাকার মালামাল জোরপূর্বক ভাবে ছিনিয়ে নিয়ে যায়।
ব্যবসায়ী সোহান জানান,চোরাগো বাড়ীর চাঁদাবাজ সন্ত্রাসীরা তাঁর প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক তার, সার্জার ফ্যান, সিলিং ফ্যান, এসিডিসি লাইট, এলইডি সার্ভিস লাইট, ষ্ট্যাণ্ডফ্যান, টেবিল ফ্যান, হাই স্পিড ফ্যান, ষ্টীল ডিবি বক্স সহ অন্যান্য মালামালসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ঐ বাহিনীর দস্যুরা।
এ ঘটনা ব্যবসায়ী ইশতিয়াক আলম সোহান মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে গণমাধ্যমকর্মীদের কে জানান৷