ইবি সংবাদদাতা:
চিকিৎসাধীন অবস্থায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান মৃত্যবরণ করেছেন।
রোববার (৭ জানুয়ারি) দুপুর ২টায় কুষ্টিয়া সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান (মুকুট) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ রোববার বাদ আসর কুষ্টিয়া কোয়ার্টার মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল (৮ জানুয়ারি) সকালে নিজ বাড়িতে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হবে।
জানা যায়, মৃত হাবিবুর রহমানের বাসা টাঙ্গাইলের ঘাটাইলে। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনি রোগে ভুগছিলেন।