মোহাম্মদ শেখ সাদী, চট্টগ্রাম: চিকিৎসকের পেশা মহৎ ও মানব সেবার প্রধান মাধ্যম উল্লেখ করে আন্তরিকতার সাথে সাধারণ রোগীদের সেবা দেয়ার জন্য আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।
সোমবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কে.বি. আবদুছ ছত্তার মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে কর্মরত ডাক্তারদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মেয়র বলেন, নগরবাসীর স্বাস্থ্য সেবার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বছরে প্রায় ১৩ কোটি টাকা ভর্তুকি দিয়ে মাতৃসদন হাসপাতাল, নগর স্বাস্থ্য কেন্দ্র, ইপিআই কেন্দ্রসহ ৪টি স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছে। নগরীতে স্বাস্থ্যখাতকে আরো এগিয়ে নিয়ে যেতে সরকারের আরো সহযোগিতা পাবেন বলে মেয়র তার বক্তব্যে উল্লেখ করেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কমকর্তা ডা. সেলিনা আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন বিএমএ চট্টগ্রাম শাখার নির্বাচনে সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক পদপার্থী ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী, স্বাস্থ্য কর্মমর্তা ডা. মোহাম্মদ আলী এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মো. আরিফুল আমিন, অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত, ডা. প্রীতি বড়ুয়া, অধ্যাপক ডা. মো. আকবর হোসেন প্রমূখ্।