চাকরির পাশাপাশি গরুর খামার করে সফল ছয় বন্ধু

শেয়ার

কামরুল হাসান হৃদয়:

চাকরির পাশাপাশি কোরবানির গরু বিক্রি করে সফল ৬বন্ধু। এই ৬জন সফল এবং প্রতিষ্ঠিত চাকুরিজীবি। এদের মধ্যে দু’জন ব্যারিস্টার, তিনজন ব্যাংকার এবং একজন ইঞ্জিনিয়ার।

২০২১সাল থেকে শুরু করেছেন এ কার্যক্রম। শুরুতে ৪০টা গরু দিয়ে যাত্রা শুরু হয় সিক্স ফার্মার্স বাংলাদেশের। বর্তমানে এই ইদে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রতিষ্ঠানটির ১০০টি গরু। এদের মধ্য জাতে শাহীয়াল, সিন্দি এবং দেশীয় গরু রয়েছে। গরুগুলোর দাম ৮৫ হাজার থেকে ৫লাখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। দেশের প্রচলিত নিয়ম এবং ট্রেন্ড হিসেবে মোটাতাজা এবং বিশাল দেহের গরুর ব্যতিক্রমী নাম রাখার প্রচলণ এখন সারা দেশজুড়ে বিদ্যমান, তাইতো সব থেকে বড়ো গরুটির নাম রাখা হয়েছে সুন্দরি, যার দাম নির্ধারণ করা হয়েছে ৫লাখ টাকা। ক্রেতার হাকাহাকিতে গরুটির দাম এখন পর্যন্ত সাড়ে তিন লাখ পর্যন্ত উঠেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে আরো কিছু দাম উঠলেই ছাড়া হবে এ গরুটি। এছাড়াও সুন্দরির পাশাপাশি রয়েছে আদুরি নামের একটি গরু, যার দাম নির্ধারণ করা হয়েছে আড়াই লাখ টাকা। রাখালের তত্ত্বাবধানে গরুটি শিকারী বনে গেছে। দাঁত দেখাতে বললে গরুটি দাঁত দেখায়। সোজা হতে বললে সোজা হয়। কথা হয় গরু দেখতে আসা এক ক্রেতার সাথে, তিনি প্রদর্শনী পরিদর্শন শেষে জানান; আরো কয়েকটা গরু বাজার দেখেছি, সে তুলনায় সিক্স ফার্মার্স বাংলাদেশের গরুগুলো মানসম্মত এবং ভালোও, যদি কিনি এখান থেকেই কোরবানির গরু কিনবো।

খামার মালিক রাজীব বলেন, প্রতি ইদে কোরবানির জন্য গরু কেনা হতো গরুর বাজার থেকে। তারপর বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিই নিজেরা উদ্যোক্তা হবো। সে সুবাদে-ই এমন উদ্যোগ। ভালোই সাড়া পাচ্ছি এবং সফলতাও হাতছানি দিচ্ছে।

উল্লেখ্য যে, সিক্স ফার্মাস বাংলাদেশ গরু বিক্রয় প্রতিষ্ঠানটি লক্ষ্মীপুর জেলা শহর থেকে ভোলা-মজুচৌধুরীর হাট সড়কের সাহেব বাজার সড়ক সংলগ্ন, জেলার সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত। সারাদেশে প্রতিষ্ঠানটি গরু ডেলিভারি দিয়ে থাকে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.